
আকাশে মেঘের দেখা নেই সারাদেশ পুড়ছে পচন্ড তাপদাহে ফসলের দেখা মিলছেনা তেমন অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন-যাপন তাই তীব্র তাপপ্রবাহ থেকে সস্তির আশায় বৃষ্টির প্রার্থনায় পটুয়াখালী দশমিনা উপজেলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৭/০৪/২৪ ইং সকাল ৮.০০ ঘটিকার সময় সর্বস্তরের আলেম ও মুসলিম সমাজ সহ প্রায় ১ হাজার সাধারণ মুসল্লী আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় বিশেষ সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করেন। দুই রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য সকাল থেকে দলে দলে বিদ্যালয়ের মাঠে হাজির হন মুসল্লিরা। এসময় মোনাজাতে আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।উক্ত নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ রেজাউল করিম কেন্দ্রীয় জামে মসজিদ দশমিনা।