এলিট ফোর্স র্যাব-৩'র নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.কর্নেল মো.ফিরোজ কবীর। তিনি লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
আগামী রবিবার ( ২৮ এপ্রিল) ফিরোজ তার দায়িত্ব বুঝে নিবেন।
র্যাব সদরদপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল,মুগদা, শাহ্জাহানপুর,পল্টন,খিলগাঁও,সবুজবাগ, রামপুরা,হাতিরঝিল,শাহবাগ ও রমনা থানা মিলে র্যাব-৩ এর আওয়াধীন এলাকা।
র্যাব সূত্রে জানা গেছে, লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন। তিনি র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে দুইবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান,মাদক-অস্ত্র উদ্ধার,খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বন্ধে ব্যাপক অভিযান চালান। যা ব্যাপক প্রসংসিত হয়।
এদিকে র্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পাওয়া ফিরোজ কবীর সর্বশেষ র্যাব-৬'এর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে বদলি করে র্যাব সদরদপ্তরে আনা হয়। গত মে মাসে তিনি র্যাব-৬'র অধিনায়কের দায়িত্ব পান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ সপ্তাহে তিনি বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পান।
অন্যদিকে ১৮এপ্রিল র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। বুধবার আরাফাত তার বুঝে নেন। আর র্যাব-১৩'র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কমান্ডার কামরুল হাসান।
ডিআই/এসকে