1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মিরসরাইয়ে মিথ্যা মামলা হামলা ও মৎস্য খামার দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন আর কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না- রুহুল আমীন ভুঁইয়া আদাবরে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেফতার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তানোরে কমে যাচ্ছে ফসলী জমি: বেড়ে যাচ্ছ লীজের মুল্যসহ ধানের দাম

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে ফসলী জমিতে পুকুর খনন ও বিভিন্ন কলকারখানাসহ স্থাপনা গড়ে তোলায় প্রতি বছরই কমে যাচ্ছে ফসলী জমি ও ধানের উৎপাদন। ফলে, প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে ফসলী জমি লীজের মুল্য ও ধানের দাম। কৃষকরা বলছেন, ফসলী জমি কমে যাওয়ায় কমেছে খাদ্য উৎপাদন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ধানের দাম । এ অবস্থায় চলতে থাকলে খাদ্য ঘাড়তির আশংকায় ফসলী জমিতে পুকুর খনন ও স্থাপনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকসহ সচেতন মহল। তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির সিলিমপুর ও হাড়দহ বিল নামে পরিচিত পুরো বিল জুড়ে এক সময় ধান চাস করা হত। যা এখন শুধুই অতীত স্নৃতি। গত কয়েক বছরে সেই ফসলের বুকচিরে খনন করা হয়েছে শত শত অবৈধ পুকুর। এসব পুকুর বন্ধে স্থানীয় কৃষকরা একাধিকবার প্রশাসনসহ উচ্চ পর্যায়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেও কোন সুফল পায়নি। ওই এলাকার কৃষকরা বলছেন, বিলের ওই জমিতে বছরে একটা ফসল হওয়ায় তেমন লাভ হতনা। ভূমিদস্যুরা কৃষকদের লোভ দেখিয়ে ওই সব ফসলী জমি লীজ নিয়ে পুকুর খনন করেছেন।।

এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর আগেও প্রতি বছরের জন্য ১ বিঘা জমি লীজের মুল্য ছিলো ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা। বর্তমানে প্রতি বিঘা জমি ১ বছরের জন্য লীজের মুল্য বেড়ে দাড়িয়েছে ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। তাও আবার অহরহ পাওয়া যাচ্ছে না। কৃষকরা বলছেন, নিচু জমি গুলোতে পুকুর খনন, উচু ও রাস্তার ধারের ফসলী জমিতে অপরিকল্পিত ভাবে কলকারখানা ও ঘর বাড়ি নির্মানের কারনে ফসলী জমি কমে যাওয়ায় ফসলী জমির গুরুত্ব ও লীজের মুল্যে বেড়ে যাচ্ছে।

উইকি পিডিয়ার তথ্যমতে তানোরে উপজেলায় মোট কৃষি জমির পরিমাণ ২২ হাজার ৬শ’ ৬৫ হেক্টর এবং চাষযোগ্য কৃষি জমির পরিমাণ ২১ হাজার ২শ’ ৯৫ হেক্টর। বর্তমানে আলু ও রোপা আমন ধান চাষ হচ্ছে ১৩ হাজার ৩শ’ ৭৫ হেক্টর জমিতে। কমে যাওয়া ফসলী জমি গুলোতে খনন করা হয়েছে পুকুর, আমসহ পেয়ারা বাগান, কলকারখানা, ও ঘরবাড়ি নির্মানও করা হয়েছে। তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব চাইতে বেশী পুকুর খনন করা হয়েছে চান্দুড়িয়া ইউপি এলাকায় এবং আমসহ পেযারা বাগান করা হয়েছে বেশী বাধাইড় ইউপি এলাকায়।

তানোর ও মুন্ডমালা পৌর এলাকাসহ কলমা ইউপি, বাধাইড় ইউপি, পাচন্দর ইউপি, সরনজাই ইউপি, তালন্দ ইউপি, কামারগাঁ ইউপিসহ চান্দুড়িয়া ইউপির বিভিন্ন এলাকার ফসলী জমিতে তৈরি পুকুর খননের পাশাপাশি তৈরি করা হয়েছে পোলট্রি ফিড তৈরির কারখানা, কোল্ড স্টোর, ইট ভাটা, আম ও পেয়ারা বাগানসহ ঘর বাড়ি তৈরি করায় কমেছে ফসলী জমি। ফসলী জমি কমে যাওয়ার কারনে জমি লীজের মুল্য বৃদ্ধি পেছেছে। ধানের উৎপাদন কমে যাওয়ায় প্রতি বছরই প্রতি মনে ধানের দাম বাড়ছে ২শ’ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com