
বান্দরবানের নাইক্ষংছড়ি সড়কে মোটরবাইক কেড়ে নিল ৬ বছরের এক শিশুর প্রাণ। নিহত শিশুর নাম মোঃ হোসেন (৬)। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে চাকঢালা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দ্রুতগামী একটি মোটরবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে নাইক্ষংছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দর রহমান।