
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় শহরের পুলিশ প্লাজাস্থ কুইন টাচ চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংগঠনের সাবেক সভাপতি রাম দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল, সহ সভাপতি স্বরন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সঞ্জয় খাসকেল, সমাজ কল্যান সম্পাদক দীপন বনিক আকাশ প্রমূখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন । ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাডঃ তুষার দত্তকে সভাপতি এবং সঞ্জয় কর্ম্মকারকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জেলা যুব ঐক্য পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়।