পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তা হারুন সিকদার কর্তৃক আখিরুননেছা ( ৬৮) ও তার নাতবউ মর্জিনা আক্তার ( ২২) কে মারধর করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার সুবিদখালী বাজার বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
ভুক্তভোগী আখিরুননেছা উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আনসার মুন্সির স্ত্রী ও মর্জিনা আক্তার তার নাতবউ। অভিযুক্ত হারুন সিকদার একই গ্রামের মৃত গোলাম রহমান সিকদারের ছেলে। বর্তমানে তিনি ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত আছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগীদের পরিবারের সদস্য মো. পিন্টু মুন্সি ও রাকিব মুন্সিসহ প্রমুখ। বক্তব্যরা বলেন, গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আখিরুননেছা ও তার নাতবউ মর্জিনা আক্তার পুলিশ কর্মকর্তা হারুন সিকদারের সাথে কথাবার্তা বলতে যায়। কথাবার্তার একপর্যায়ে হারুন সিকদার ক্ষিপ্ত হয়ে আখিরুননেছা ও তার নাতবউ মর্জিনা আক্তারকে বিনাদোষে বেধড়ক মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আমরা এই ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা হারুন সিকদারের বিচারের দাবি জানাই।