ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

জুয়া-মাদক কারবারীদেরকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে থানায় নিয়ে আসুন: পরিকল্পনা মন্ত্রী

জুয়া ও মাদক কারবারীরা দেশ ও সমাজের শত্রু। তাঁরা সমাজ ও রাষ্ট্র বিরোধী বলেই সমাজকে নষ্ট করতে চায়, তাঁরা গুপ্তচর। তাই
জুয়া ও মাদক কারবারীদেরকে কোমরে রশি বেঁধে হেটে হেটে প্রকাশ্যে থানায় আসুন। যাতে করে অপরাধীরা আর অপরাধ করতে সাহস না পায়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব:আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপিবৃহস্পতিবার রাতে নান্দাইল উপজেলা.আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.আমিনুল ইসলাম শাহানের পরিচালনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূইয়া ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আরো বলেন,জুয়া ও মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স অব্যাহত থাকবে। তাছাড়া অপরাধীর পক্ষে কোন ধরনের সুপারিশ
গ্রহন করা হবে না, সে যেই হোক না কেন ?সে লক্ষ্যে উপজেলা আইনশৃক্সখলা কমিটি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর নির্দেশ প্রদান করেন।এছাড়া তিনি আরও বলেন, ‘জোর যার, মুল্লুক তাঁর’ সমাজ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। তাই সমাজে আইনের স্থাপন প্রতিষ্ঠা করে অপরাধ ও দালাল মুক্ত মডেল উপজেলা গড়ে তুলার জন্য সর্ব স্তরের সকলকে এগিয়ে আসতে হবে। সেটি হবে নিজ নিজ পরিবার থেকে শুরু করে।প্রতিটি ওয়ার্ডে থাকা জনপ্রতিনিধি, শিক্ষক, রাজীনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গকে আরো সচেতন হতে হবে। গর্বিত নাগরিক হতে হলে আপনার আশপাশের সকল অপরাধীদের শনাক্ত করে তাদেরকে পরামর্শ দিয়ে ভালো করতে হবে, অন্যথায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এসময় তিনি সাংবাদিকদের বলেন, কল্যাণমুখী সমাজ গড়তে হলে সাংবাদিকদের ভূমিকাও
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকগণ সহ সকল নাগরিককের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এর পূর্বে তিনি মন্ত্রী হিসাবে প্রথবারের মতো নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজার ময়দানে গণশুনানী ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এসময় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া (উপসচিব), নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন, মাননীয় মন্ত্রীর কন্যা নারীনেত্রী ওয়াহিদা হোসেন রূপা, ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন
ভূইয়া ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ