
শিক্ষার গুণগত মান, সুযোগ-সুবিধা, পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় করণে যুগোপযোগী ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পথচলায় মেধা বিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ডায়নামিক ওয়েবসাইটের যাত্রা শুরু ।
বুধবার (০১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুরের মেধা বিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়েবসাইট উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ মো: খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, মৎস কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, এম,এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ রফিকুল ইসলাম আনছারী প্রমুখ।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইটি ভিজিটের মাধ্যমে সহজেই কলেজেরে নানা তথ্য যেমন শিক্ষকমন্ডলীদের তথ্য, ছাত্র-ছাত্রীর তথ্য, ফলাফল, উপস্থিতি, অনলাইন ভর্তি, নোটিশ, ইভেন্টস, সিলেবাস, রুটিন, একাডেমিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। এসময় কলেজের অভিভাবক সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলে। এ শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েব সাইট নির্মাতা স্বনামধন্য আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আনছারী আইটি ইন্সটিটিউট, উলিপুর,কুড়িগ্রাম।