
নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছে বর্তমান চেয়ারম্যান শামছুল আলম খান ও গত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলুসহ ৮ জন প্রার্থী। মঙ্গলবার প্রতীক বরাদ্ধের পর প্রার্থীরা স্ব- স্ব প্রতীক নিয়ে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন হাট- বাজার, গ্রাম-গঞ্জে ,পাড়া মহল্লায়, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করছেন।
উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান কৈ মাছ প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু কাপ পিরিচ, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন মন্ডল আনারস, আওয়ামী লীগ নেতা বাবর আলী টেলিফোন,উপজেলা যুবলীগের সভাপতি, বর্তমান ভাইস চেয়ারম্যান-ইমামুল আল- হাসান তিতু মোটরসাইকেল, সাবেক আইজিপির ভাতিজা শহিদুল ইসলাম বিপ্লব ঘোড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা এস এম সাইদুর রহমান চিংড়ি মাছ ও বদলগাছী রিভার পার্ক সিটির পরিচালক মিঠু মন্ডল কলম প্রতিকে নির্বাচন করছেন।
ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন প্রতিদ্বন্দিতা করছেন । তারা হলেন- অবসরপ্রাপ্ত সেনাসদস্য-যুবলীগ নেতা হারুন উর রশিদ মাইক প্রতীক , যুবলীগ নেতা ছরোয়ার হোসাইন সুমন তালা প্রতীক , উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাফিজার রহমান টিউবয়েল, আসাদুজ্জামান চশমা, ডিএম রানা বৈদ্যুতিক বাল্ব ও ছাত্রলীগ নেতা রিজুয়ান হোসেন বই প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। বদলগাছী যুব মহিলা লীগের সভানেত্রী মমতাজ চৌধুরী সেলাই মেশিন, বদলগাছী যুব-মহিলা লীগ নেত্রী রিনা বেগম কলস , সাবেক ভাইস চেয়ারম্যান মৃত: পঙ্কজ কান্তি চৌধুরীর- স্ত্রী রুপশ্রী রানী সাহা হাঁস ও সাবেক মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন নিলু ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এলাকাবাসী বলছেন, যারা বদলগাছীকে মডেল উপজেলা হিসেবে উপহার দিতে পারবেন এবং সদরে রাস্তাঘাটের উন্নয়ন ও বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা করতে পারবেন এমন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে তারা বেছে নির্বাচিত করবেন।