
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের উপ-নির্বাচনে আওয়ামালীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তিনি ১ নভেম্বর বুধবার দুপুর ১.১০ মিনিটের সময় পটুয়াখালী -১ আসন উপ- নির্বাচন’র জেলা রির্টানিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর নিকট তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন এ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন রিমন, বরিশাল- ৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ।
এছাড়াও এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন’র মনোনয়ন পত্র দাখিল কালীন সময়ে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ্র শৈলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যণার্জী, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শাহানুর হক ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজিবসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা- কর্মী বৃন্দরা।