
বরগুনার আমতলী সদর ইউনিযন পরিষদ নির্বাচনে ভোট দিতে টাকা না নেওয়ায় কুলসুম বেগম নামের এক ভোটারকে হাত পা ও পেটে ধারলো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়াগেছে প্রতিপক্ষের সর্মাথকদের বিরুদ্ধে ।
জানা গেছে আগামী ২৮ এপ্রিল রবিবার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১ নং ওয়ার্ডের দক্ষিন পশ্চিম আমতলী গ্রামের বেলাল হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম(৩০) চেয়ারম্যান পদ প্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধার ঘোড়া মার্কার সমার্থক । বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় মুখোশ পরিহিত দুজন লোক কুলসুম বেগমের বাড়ীতে প্রবেশ করেন অপর চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার (অটোরিকশা) মার্কায়
ভোট দেওয়ার জন্য ৫ হাজার টাকা সাধেন । কুলসুম বেগম উক্ত টাকা গ্রহন করতে অস্বীকার করলে মুখোশ পরিহত দুজনে.কুলসুম বেগমের মুখে চেপে ধরে হাত.পা.পেটে ধারলো অস্ত্র জখম করে দৌড়ে চলে যায়।কুলসুম বেগমের ডাকাডাকিতে বাড়ীর লোকজন এসে কুলসুম বেগম (৩০) কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লে· এ নিয়ে আসেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুলসুম বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়. কুলসুম বেগমের হাত পা ও পেটে ধারালো অস্ত্রের জখমের আঘাত
পাওয়া গেছে ।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।