রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারুফুল ইসলাম মুকিদ (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) উপজেলার জয়পুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহত মুকিদ যাত্রাবাড়ি এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।
জানাযায়, ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে মুকিদ। শখ করে দুপুরে সে পুকুরে গোসল করতে যায়। সাতার না জানার কারনে কোন এক সময় সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।