
রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,আকাশ হাওলাদার ওরফে সাগর ও মো.নাসির উদ্দিন ওরফে হাবিবুর রহমান।
বুধবার (২৪ এপ্রিল) রাতে লালবাগ থানার ডুরি আঙ্গুল লেন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে লালবাগ থানার একটি টিম।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য আসে কয়েকজন মাদককারবারি লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায় ফেনসিডিল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতাররা ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোতে মাদকদ্রব্যের ব্যবসা করে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিআই/এসকে