
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মাঝে পতিক বরাদ্দের পর প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীরা।
বান্দরবান আলীকদমে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ে সবার মনোনয়ন বৈধ এর মধ্যে কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৬জনকে প্রতীক বরাদ্দ দিয়েছেন কমিশন।
আলীকদম উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, (২৩ এপ্রিল ২০২৪ইং) মঙ্গলবার বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা জনাব, এস.এম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের চার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ /মহিলা) প্রর্থীদের প্রতীক প্রদান করেন পর গত মঙ্গলবার থেকে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রর্থীরা।
আলীকদম উপজেলা চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার সভাপতি আবুল কালাম (আনারস ) প্রতীক পয়েছেন, আলীকদম ১নং সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জামাল উদ্দিন ( দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন (টিউবওয়েল) প্রতীক, আলীকদম উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লিটন ( তালা) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার রোকছানা( প্রজাপতি) প্রতীক পেয়েছেন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য ইয়াসমিন আক্তার ( পদ্মফুল) প্রতীক পেয়েছেন।