ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

বাগমারায় বাঁশ কেটে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

রাজশাহীর বাগমারায় বাঁশ কেটে জমি-জমা জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রামে। বুধবার (২৪ এপ্রিল/ ২০২৪ ইং)বেলা সাড়ে বারো’টার দিকে দেশীয় অস্ত্রপাতি, ইটপাটকেল হাতে সংবদ্ধ একদল নারী-পুরুষ জমিজমা জবর দখল চেষ্টার পাঁয়তারা চালায়।
বাগমারা থানার লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীগ্রামের মৃত রফিকুল ইসলাম শাহ এর পুত্র আখতার হোসেন গংদের ভোগদলীয় নিম্ন তফসিলভূক্ত জেএলনং-৫৩, আরএস-৪৬৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ২৭ শতাংশ জমিজমা দখল নিতে মরিয়া একটি পক্ষ। সূত্রে জানা গেছে, দখল পাঁয়তাচরায় নেতৃত্বে ছিলেন খুনের মামলার জামিনে থাকা আসামি একই গ্রামের কালাম শাহের পুত্র জয়নাল আবেদীন।সূত্র জানায়,দেশীয় অস্ত্রপাতি নিয়ে মহড়া ও ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন সেফাতুল্লার পুত্র আব্দুল হাকিম ( ইমন), মালেক শাহের পুত্র মতলেব শাহ, সাদেক শাহের পুত্র আবু তালেব, আব্দুল খালেকের পুত্র উজ্জল শাহ সহ ১৯/ ২০ জন নারী পুরুষ । এছাড়াও এর পূর্বে গত ৩০ মার্চ পুকুরে মাছ মেরে পুকুর জবর দখলের চেষ্টা চালায় সংবদ্ধ চক্রটি। প্রকাশ্য দিবালোকে বাড়ী ঘরে হামলার চেষ্টা চালিয়েছে । এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে মৃত রফিকুল ইসলামের পুত্র আখতার হোসেন, ভাই-বোনদের পক্ষে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার সময় আখতার হোসেনের পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন । দ্রুত হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তনকৃত বাঁশ শব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

ভুক্তভোগীর স্বজন মাষ্টার নওসাদ আলী জানায়, পুলিশ ঘটনাস্থল ত্যাগের সাথে সাথে আখতার হোসেনের পরিবারের সদস্যদের উপর চড়াও ও ধাওয়া করে সন্ত্রাসীরা । প্রাণ ভয়ে ভুক্তভোগীরা পাশের গ্রামে স্বজনদের বাড়ীতে আশ্রয় নেয়। পূন:রায় হামলার আশঙ্কায় বাড়ীতে ফিরতে তারা ভয় পাচ্ছেন। তাঁরা বাড়ীঘরে নির্বিঘ্নে ফিরতে চান। এ বিষয়ে দ্রুত প্রশাসন সহ সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন তারা । হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ভুক্তভোগীদের থানায় জিড়ি করা পরামর্শ দেন।

শেয়ার করুনঃ