
দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এবং চলমান দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন পালোয়ানের ওপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনায় ঘটেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেক করেছেন নাসির উদ্দিন পালোয়ান। দশমিনা উপজেলা সদরের একটি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে নাসির উদ্দিন পালোয়ান জানান, গতকাল বুধবার সকালে তিনি উপজেলার বেতাগী সানকিপুর বাজারে নির্বাচনী প্রচারনা চালানোর সময় দশমিনা উপজেলা শ্রমিক লীগের সহ সাধারন সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী নাসির উদ্দিন পালোয়ানের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলায় নাসির উদ্দিন পালোয়ানের ডান চোখে ও পিঠে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধারের পর দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নাসির উদ্দিন পালোয়ান আরো জানান, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনা চালানো নিয়ে তিনি আতংকে রয়েছেন। এব্যাপারে অভিযুক্ত সুমন সরদার হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। দশমিনা থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, ফোনে তাকে বিষয়টি জানানো হয়েছে, এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাননি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের ত্রান সম্পাদক ফিরোজ হোসেন রাড়ী, দশমিনা সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুর রহিম মৃধা প্রমূখ।