নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৫১ জন।
রবিবার (০৬জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৫১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৫৪জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, চাইনিজ কুড়াল ৬টি, ডেগার ২৫টি, হাসুয়া ১টি, বার্মিচ টিপ চাকু ১টি, ছোরা ২টি, ২.২ এম এম গুলি ২০টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে