কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
গত সোমবার (২২ এপ্রিল ) রাজধানীর লালবাগের সেকশন বেড়িবাধ ও ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,আব্দুল জব্বার রানা,মো সুজন ও মো. সাঈদ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোন,একটি সিপিইউ, একটি মনিটর, একটি কিবোর্ড ও আইএমইআই পরিবর্তন করার সফটওয়্যার DFTPro জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা।
এসি ইমরান মোল্লা জানান,গতকাল সোমবার বিকেলে লালবাগের সেকশন বেড়িবাধের উপর লেগুনা স্ট্যান্ডে দুইজন ব্যক্তি চোরাই মোবাইল ফোন বিক্রির জন্য অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় লালবাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন ও সাঈদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান,গ্রেফতারকৃদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে আইএমইআই পরিবর্তনের মূলহোতা আব্দুল জব্বার রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক ও আইএমইআই পরিবর্তন করার সফটওয়্যার DFTPro ও ১৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা সফটওয়্যারের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে ও ডিসপ্লেসহ অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তন করে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বিক্রি করতো।
গ্রেফতারকৃতদেরকে লালবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে