আত্রাইয়ে নানান আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার ০১অক্টবর২০২৩ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় যুব দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দীন এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সঞ্চিতা বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার আত্রাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জম কুমার দাস, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আত্রাই।
আরও উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন মীর,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আত্রাই ,শেখ মোঃ হাফিজুল ইসলাম ভাইস-চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ,মমতাজ বেগম, ভাইস-চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ, মোঃ মোয়াজ্জেম হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আত্রাই , মোঃ আমিনুল হক আনসার ভিডিপি অফিসার আত্রাই প্রমুখ।আলোচনা সভা শেষে যুবকদের মাঝে ,যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।