
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রচণ্ড গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য মোরেলগঞ্জে সালাতুল ইসতেস্কার নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।
ইসতেস্কার নামাজের পরিচালনা করেন পৌরসভা চাউলাপট্রী বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী। পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারের তালুকদারের আহবানে পৌরসভার বিভিন্ন মসজিদের ঈমামসহ শত শত মুসল্লী এই ইস্তেস্কার নামাজে জায়নামাজ সহকারে হাই স্কুল মাঠে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা দলে দলে অংশগ্রহন করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহতায়ালা রব্বুল আলামীন এর কাছে অতীতের ভূলের ক্ষমা চেয়ে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এসময়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর মেয়র এসএম মনিরুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ পৌরসভার চাউলাপট্টি বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী, সারাদেশে প্রচুর প্রচুর পরিমাণে গরম, বেশ কিছুদিন ধরে মোরেলগঞ্জে বৃষ্টি নেই বলে ইসতেস্কার নামাজে গরম কমিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে মুসলমানদের নিয়ে মোনাজাত করেন। দোয়া শেষে যদি বৃষ্টি না হয় তাহলে বুধবার সকাল ৬টায় একইভাবে একইস্থানে নামাজ আদায় করা হবে।