ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মান্দায় শিক্ষক কর্তৃক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ স্বামী, মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম

নওগাঁর মান্দায় মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এমন কি গৃহবধূর স্বামী এবং মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘঠনাটি ঘটেছে মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে বাথইল গ্রামে। নওগাঁ কোর্টের মামলা এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে থেকে বাথইল গ্রামের লুৎফর রহমানের পুত্র মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫) একই গ্রামের প্রতিবেশী জনৈক মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। নানা অঙ্গভঙ্গি করতেন। ভিকটিম এবং তার স্বামী একাধিকবার নিষেধ করেছেন।
এ নিয়ে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের প্রতিষ্ঠান বাগমারা কুশলপুর মাদ্রাসায় দেন-দরবারও হয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, বাড়ীর পাশে সামান্য কিছু জমিজমা নিয়ে উভয় পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। মামলার আরজি সূত্রে জনা যায়, ঘটনার দিন ৯ এপ্রিল, মোস্তাফিজুর রহমান পিছন দিক দিয়ে গ্রহবধূকে ঝাপটে ধরেন।ভিটিমের আত্মচিৎকারে মেয়ে, স্বামী এগিয়ে.আসলে, মোস্তাফিজুর রহমানের অপর ভাই হাফিজুর রহমান (৪২) বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ভাইকে ছিনিয়ে নেয়। লাঠির আঘাতে ভিকটিমের স¦ামী সাইফুর রহমানের মাথা ফেটে যায়। আহত হন ভিকটিমের কন্যা মিনারা (১৯)। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। অভিযুক্ত শিক্ষক মেস্তাফিজুর রহমানের নিকট কল দিলে তিনি বিষয়টি সমাধানের জন্য সংবাদ কর্মীদের অনুরোধ করেন।
চিকিৎসা শেষে ১৬ই এপ্রিল মান্দা থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেননি বলে সূত্র জানায়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীর কাছে অভিযোগ না নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, থানায় এসে কেউ ফেরৎ গেছে আপনার কাছে নতুন শুনলাম।আমার কাছে.পাঠাবেন।। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আমরা ব্যবস্থা নেয়া হয়। উনাদের আমার কাছে আসতে বলবেন। নিরুপায় হয়ে ভিকটিম ওজুফা বেগম, মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান কে বিবাদী করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ০১, নওগাঁয় মামলা দায়ের করেছেন। পাষন্ড শিক্ষক মোস্তাফিজুর রহমানের কঠোর শাস্তি দাবী করেছেন ভিকটিমের স্বজনরা ।

শেয়ার করুনঃ