ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

চিরকুট লিখে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আনসার সদস্যদের আত্মহত্যা

নিজ মাথায় গু-লি করে আত্নহ-ত্যা করেছেন মিরসরাইয়ে সন্তান আনসার সদস্য আফজাল হোসেন (২৫)।
তিনি মৃ-ত্যুর পূর্বে চিরকুটে লিখে যান ‘আমার মৃ-ত্যুর জন্য আমি নিজে দায়ী’। আর এই কথার নিচে আফজালের সইও রয়েছে।
তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্বরত ছিলেন।
সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হাতে থাকা অ-স্ত্র দিয়ে নিজ মা-থায় গু-লি করেন আনসার সদস্য আফজাল। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আফজাল মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের মহসিন আলী মেম্বার বাড়ির মৃ-ত অহিদুর রহমানের একমাত্র ছেলে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতেন তিনি।
বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ের আনসার বাহিনীর গার্ড ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার আফজাল হোসেনকে ইউএনও কার্যালয়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সেদিন বেলা ১১টায় তিনি কাজে যোগ দেন। বিকেল ৪ থেকে প্রথমদিনের ডিউটি করেন। সোমবারও বিকেল ৪ টা থেকে আফজাল ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের বাসভবনের গেটে ডিউটি শুরু করেন।

তোফাজ্জল হোসেন আরও জানান, বিকেল আনুমানিক পৌনে ৫ টার দিকে হঠাৎ গু-লির শব্দ শুনি। আমিসহ অন্য সদস্যরা এবং ইউএনও বের হয়ে আফজালকে গু-লিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। ইউএনও তাৎক্ষণিক আফজালকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরেক আনসার সদস্য জানান, মেঝেতে গু-লিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা আফজাল হোসেনের দেহের পাশে পড়ে ছিল তার ব্যবহৃত শটগান ও হাতে লেখা কাগজের একটি চিরকুট। এতে আফজালের নামে স্বাক্ষরও ছিল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আনসার সদস্য আফজাল নিজের ব্যবহৃত শটগান নিজের মা-থায় ঠে-কিয়ে নিজেই গু-লি করে আত্মহ-ত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে তার শটগান ও তার স্বাক্ষর কর একটি চিরকুট পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, আত্মহ-ত্যার উদ্দেশে তিনি এ কাজ করেছেন। তবে এর কারণ বা এ বিষয়ে আর কোনো তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শন করা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, গু-লিবিদ্ধ আনসার সদস্য আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃ-ত্যু হয় বলে আমরা খবর পাই। এ ঘটনায় তদন্তসহ যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ