
দিনাজপুরে পৌরসভার মেয়রসহ বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা সবাইনাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।রোববার দুপুরে নাশকতার পৃথক দুটি মামলায় দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটআদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনসহ বিএনপির ৫ নেতা। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর র্নিদেশ দেন।
আত্মসর্মপণ করা অন্য নেতারা হলেন-ঘোড়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক সাদ্দাম খন্দকার ও যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় র্নিবাচনের র্পূবে নাশকতা
পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর কাঁঠাল থেকে বিএনপি-জামায়াতের ৩ নেতার্কমীকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের মৃত শেখ মোসলেম উদ্দীনের ছেলে শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়। ওই মামলায় মেয়র মিলনসহ মামলার বেশ কয়েকজন আসামি উচ্চ আদালত উপস্থিত হয়ে জামিন আবেদন করে।আদালত তাদেরকে অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের
মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ একই মামলার আরো দুই আসামি স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম ও রায়হান রবিবার দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর র্নিদেশ প্রদান করে।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদনকরে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত
তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে আদালতে পাঠানোর র্নিদেশ দেন। ৫ নেতাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, র্কোট পুলিশ সূত্রে জানতে পেরেছি
ঘোড়াঘাট পৌরসভার মেয়র সহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামীদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর র্নিদেশ প্রদান করেছেন।