
সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মো.মাজহারুল ইসলাম। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাজহারুল ইসলাম লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অধিগ্রহণ শাখায় কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মাজহারুল ইসলাম-কে আগামী ৩০ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার একবছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।
মাজহারুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় ২০২০ সালের নভেম্বরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
ডিআই/এসকে