
পার্বত্য জেলার বান্দরবানে বিশেষ অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণে গোল কাঠ পাচারকালে আটক করেছে ২ এপিবিএন এর সদস্যরা।
গত ২১শে এপ্রিল (রবিবার) বান্দরবানের মেঘলাস্থ ২ এবিপিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুদ্দিন,এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন,এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক,এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার সদর থানাধীন,সদর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রেইচা ঘোনাপাড়া ইব্রাহিমের চায়ের দোকানের সামনে সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে কাঠ পরিবহনকারী একটি হলুদ-সবুজ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- বগুড়া-ড-১১-০৪০৫, ইঞ্জিন নং-৪ঐএ১, চেসিস নং-ঘকজ৬৬ঊ- ৭৫১১৪৫৪, সহ আকাশমনি গোল কাঠ ৩৮ টুকরা, (৬৭.৭৪ ঘনফুট), গুটগুটিয়া গোল কাঠ ৪ টুকরা, (৬.০১ ঘনফুট), গামারি গোল কাঠ ২৭ টুকরা, (৪২.৯২ ঘনফুট), সর্বমোট ৬৯ টুকরা সর্বমোট ১১৬.৬৭ ঘনফুট কাঠ, যার সর্বমোট (আনুমানিক) মূল্য- ৮০,১৯৬ (আশি হাজার একশত ছিয়ানব্বই) টাকা।
পরে বান্দরবান সুয়ালক ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর এর নিকট জব্দ করা মালামাল গুলি বুঝিয়ে দেওয়া হয়।