
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য রাকিব হোসেন (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি প্রাইভেট সিকিউরিটি কোম্পানির গার্ড হিসেবে মহাখালীর একটি বহুতল ভবনে কাজ করতেন
বুধবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।
তিনি জানান, জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ও সক্রিয় সদস্য হন গ্রেফতার রাকিব।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।
তিনি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে