
মুন্সীগঞ্জের শ্রীনগরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ সভা ও হেল্পডেস্ক এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের সার্বিক বিষয় তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।