
গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় পলাতক স্বামী শ্রী রুপেন দাশকে গ্রেফতার করেছে র্যাব। তাকে কেরাণীগঞ্জ থানার নতুন সোনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল।
তিনি জানান,গ্রেফতারকৃত এ হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়ে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে