
পঞ্চগড়ে তথ্য প্রযুক্তি আইনে মামলার এজাহারভু্ক্ত আসামিকে অফিস সহায়ক পদে নিয়োগ। (২০ এপ্রিল) শনিবার সদর উপজেলার হাড়িভাষা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রক্রিয়া শেষে মো:খোসবুল আলম নামে তথ্য প্রযুক্তি আইনে মামলার এজাহার ভুক্ত প্রধান আসামিকে প্রথমিক নিয়োগ দেওয়া হয়। এজাহার সুত্রে জানাযায়, অফিস সহায়ক পদে নিয়োগ প্রাপ্ত খসবুল আলম মোবাইল ফোনের দ্বারা ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের ভুয়া প্রশ্নপত্র বিক্রয় করতো। ২০১৭ সালে তার শয়নকক্ষ হতে আলামত সহ আটক করে পুলিশ। উপরে উল্লেখিত মামলাটি এখনো চলমান। তথ্যপ্রযুক্তি আইনে মামলা আসামীকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ায় অন্যান্য চাকুরী প্রার্থীসহ এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে হাড়িভাষা ইউনিয়নের বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিবরিয়া প্রধান জানান, আমরা বিষয়টি অবগত নেই।কেউ আমাদের লিখিত অভিযোগ করেনি। পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, আমরা মামলার বিষয়টি অবগত নই। এইরকম কোন মামলা থাকলে পুলিশ ভেরিফেকিশনে উঠে আসবে।তদন্তের পরে ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন জানান, এটাই চড়ান্ত ফলাফল নয়। বিষয়টি আপনার কাছে শুনলাম যদি কোন মামলা থেকে থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে উঠে আসবে। পুলিশ ভেরিফেকিশনের পরে নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।