
গত ২০ এপ্রিল খুলনা রুপসা উপজেলায় মাদকসহ দুই মাদক কারবারী গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ দুইজনকে গ্রেফতার করে।
খুলনা পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুর রহিম হাওলাদার সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন চন্দনশ্রী গ্রামস্থ শ্রীফলতলা সরকারী পুকুরের সামনে হতে ২০/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ০২.১০ টার সময় আসামী
১। মোঃ আমির ই আজম ওরফে তুলিপ (২৪); ২। মোঃ ইসরাফিল গাজী (২৩) দ্বয়কে ধৃত করেন। ধৃত পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে রূপসা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করেন।