উপবৃত্তি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ, জামালপুর,কুমিল্লা ও ফরিদপুরসহ বিভিন্ন স্থানে টানা অভিযানে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫,৪,৮,১০,১১ ও ১৪ যৌথ দল।
রবিবার ( ২১ এপ্রিল) সন্ধায় র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এইসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আগামীকাল সোমবার (২২ এপ্রিল ) সকাল ১১ টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-৫ এর অধিনায়ক।
ডিআই/এসকে