ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হোমনায় ২০ কেজি গাঁজসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল গ্রেপ্তার
বিরামপুরে বালুভর্তি মেসি’র চাপায় একশিশু নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার
এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ঝিকরগাছায় দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টায় প্রভাবশালীরা
খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার : দুই যুবকের কারাদণ্ড
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা
জীবননগরে আবারো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১
জুয়া ও মাদক প্রতিরোধে ওসির সাথে নান্দাইল নাগরিক ফোরামের মতবিনিময়

শর্তহীনভাবে সংলাপে এলে আপত্তি নেই,ব্রিটিশ হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সংলাপের বিষয়টি উত্থাপন করেছেন। তাকে বলেছি,আমরাও এতে বিশ্বাস করি। জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে কোনও রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না? জবাবে আসাদুজ্জামান বলেন, শর্তহীনভাবে যারা এগিয়ে আসবে, তাদের স্বাগত জানানো হবে। সরকার দরজা সবসময় খোলা রেখেছে। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ইতোমধ্যে যা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ এ নিয়ে আপনারা কী ভাবছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। সংবিধান অনুযায়ী আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা নয়। তিনি সবসময় আলোচনার নির্দেশ দেন। যাতে পরিস্থিতি শান্ত থাকে। আমরা সেই চেষ্টাই করছি।

শনিবার ৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা তারা সবসময় বলে। ২০১৪ সালেও বলেছে। দলটির প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা নির্বাচনে এলে নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবে না।

তিনি বলেন, বিএনপি সংলাপ নয়, সহিংসতা চায়। দাঙ্গা-হাঙ্গামা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তারা। কিন্তু দেশের জনগণ তা চান না। ফলে পেরে উঠছে না দলটি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ