
নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নিতুন জিরা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পার-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই শিশু লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার নিহত নিতুন ও তার বড় বোন পার-মল্লিকপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসছিলেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পার-মল্লিকপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।