
রাজধানীসহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রদিতিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় গতকাল শনিবার থেকে সারাদেশে জারি করা হয় তিনদিনের হিট অ্যালার্ট।
রাজধানীতে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবিদের তৃষ্ণা মেটাতে পানি ও টোস্ট বিস্কুট দিচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।
রবিবার ( ২১ এপ্রিল ) সকাল থেকে ওয়ারী বিভাগের দুটি স্থানে এই সেবা চালু করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি বলেন,তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এরপরেও জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন অনেকে। বিশেষ করে শ্রমজীবি মানুষ কাজের সন্ধানে বের হয়েছেন। তীব্র গরমে সড়কে বের হওয়া পথচারী, রিকশা চালক ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও টোস্ট বিস্কুট বিতরণ করছি। সকাল থেকে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ি চৌরাস্তা ও গোলাপবাগ মোড় এলাকায় আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
ডিসি ওয়ারী আরও বলেন,তাপ প্রবাহের কারণে রাজধানীবাসী সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তাই আমরা ডিএমপি কমিশনারের নির্দেশনায় সাধারণ মানুষের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করছি। পাশাপাশি থানায় আসা সেবা গ্রহীতাদের মাঝে পানি বিতরণ করা হচ্ছে। সকাল থেকে অন্তত ছয় শতাধিক পথচারী,রিকশা চালক ও বাস যাত্রীদের মাঝে পানি বিতরণ করা হয়েছে। আমাদের এই সেবা সকলের জন্য উন্মুক্ত। চলমান তাপ প্রবাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এ দিকে এরআগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনারের নির্দেশে রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন ও লেবু পানি বিতরণের উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিআই/এসকে