
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার, মিথ্যাচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ০১,নভেম্বর বুধবার সকাল ৭ টায় বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালন করা হয়।
আঞ্চলিক মহাসড়কের ওয়াবদা মোড়ে বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান এর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন – ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,
যুগ্ম-সাধারন সম্পাদক নাসির মো: সেলিম,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম,উপজেলা যুবলীগের অহিদুর রহমান,আব্দুল্লাহ আল মামুন রনী,তারেক মো: আব্দুল্লাহ,,উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক রাজিবুল ইসলাম,যুগ্ম আহবায়ক নরোত্তম মালো শান্ত প্রমুখ। পরে জনগনের জানমালের রক্ষার্থে নেতাকর্মীরা মিছিল শেষে অবস্থান কর্মসুচী পালন করেন।
সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসুচী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন- বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকেই ফয়সালা করা হবে।