
আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেডের আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ অঞ্চলে বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে জনপ্রিয় বীমা প্রকল্পের কালিগঞ্জ সার্ভিসের ইনচার্জ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও শ্যামনগর সার্ভিসের ইনচার্জ আব্দুস সুবাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফের উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক, নওশের আলী নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, খলিলুর রহমান সিকদার, সাহাদাত হোসেন সুজন, মাসুদুর রহমান, নুর হোসেন, রেজাউল করিম, মশিউর রহমান, আঃ সামাদ সহ শ্যামনগর, কালিগঞ্জ,ও দেবহাটা সার্ভিস বিভিন্ন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন।