ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে দিনমজুরকে আটকে রাখলেন সাবেক চেয়ারম্যান!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়ার মঠখোলা গ্রামের দিনমজুর বাদল মিয়াকে (৩০) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হিলচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো.করম আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে।

কেবল পিটিয়েই ক্ষান্ত হয়নি প্রহারকারীরা। বাদল মিয়াকে চেয়ারম্যানের বাড়িতে প্রায় ১০ ঘন্টা অবরুদ্ধ করেও রেখেছে। পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় বাদল মিয়াকে উদ্ধারের পর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করায়।

আক্রান্ত বাদল ও তাঁর পরিবার সূত্র অভিযোগ করেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে বাদল মিয়াকে তাদের মঠখোলার বাড়ি থেকে ডেকে নেয় চেয়ারম্যানের ক্যাডাররা। পরে তাঁকে চেয়ারম্যানের বাড়িতেই আটকে রেখে মারধর করা হয়। আহত হলেও তাকে চিকিৎসা না করিয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

দীর্ঘ প্রায় ১০ ঘন্টা আটকে রাখার পর বাদল মিয়ার পরিবারের সদস্যরা ঘটনাটি বাজিতপুর থানার পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।
মারধরে আহত বাদল মিয়া বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
মারধরের বেশ কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে রড ও লোহার পাইপ দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন চোখে পড়ে।

সাবেক চেয়ারম্যান করম আলী ও তাঁর চ্যালাদের এধরণের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়,বাদল মিয়া পেশায় একজন শ্রমিক। এলাকার বিত্তবান মানুষের বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। কাজ করতে গিয়েই তিনি করম আলীর রোষানলে পড়েন। বাদলের সাথে করম আলীর পুরনো বিরোধের জের ধরেই এ সন্ত্রাসী ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন আহতের বড় ভাই আলাল মিয়া।

তিনি চেয়ারম্যান করম আলীসহ সাতজনকে অভিযুক্ত করে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্য অভিযুক্তরা হলো-হৃদয় মিয়া (২৮),শফিকুল ইসলাম (২৫),ইমন মিয়া (২৬),মাখন মিয়া (২২),কালু মিয়া (৩৫) ও খাইরুল ইসলাম (২৫)।

হিলচিয়া ইউপনয়নের সাবেক চেয়ারম্যান মো.করম আলীকে একাধিবার কল দিলেও (০১৭১৬ ৪১৮৭২৭) তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে বিট অফিসার (হিলচিয়া) এসআই আজহারুল ইসলাম বলেন,মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে এবং মারধরের শিকার ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুনঃ