ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজনৈতিক পরিচয় ব্যবহার: পাহাড় সমান অপকর্মে জড়ান দাদন মুন্সী
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
আসামি না হয়েও রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর বেলজিয়াম প্রবাসী আ’লীগ সভাপতির মৃত্যু
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই একজন বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত -২
ফরিদপুরে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিএনপির কর্মসূচি
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্সাচালককে হত্যার অভিযোগ
সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আস্কারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাইল যুব ফোরামের লাল কার্ড
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে অভিযান করবে ডিএনসিসি:ডিএনসিসি প্রশাসক
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
কয়লার চেয়ে প্রাণ দামী: বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত হলেন আনন্দ টিভির সাবেক ডিএন‌ই প্রশান্ত দাশ কথা
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

এক দিন অনেক জাতীয় দলের হয়ে খেলবে:আইজিপি

ক্রিকেটের সাফল্যের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আশা করি আমাদের ক্রিকেট ক্লাব থেকে এক দিন অনেক জাতীয় দলের হয়ে খেলবে বলে প্রত্যাশা জানিয়েছেন,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ ক্লাব মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ ২০২৩-২৪) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা বলেন। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা ‘ইনিংস’ প্রকাশিত হয়েছে। আইজিপি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

এর আগে,পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পিএসসি দল ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার আপ খুলনা রেঞ্জ ও দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন শেখ মুরাদ হাসান।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও নিয়মিত দায়িত্ব পালনেরের পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও পিছিয়ে নেই বাংলাদেশ পুলিশ। পুলিশি সেবার দায়িত্ব সফল ভাবে পালনে বাইনির সদস্যদের বুদ্ধি ভিত্তিক যোগ্যতার পাশাপাশি শারীর সক্ষমতার সম্মিলন ঘটাত হয়। শারীরিক সক্ষমতা,দক্ষতা অর্জনের উন্নয়ন সাধনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট আমাদেরকে গৌরব আন্নিত করেছে। বৈশ্বিক পরী মন্ডলে আমাদের বাংলাদেশকে পরিচিত করেছে। ক্রিকেটের সাফল্যের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আশা করি আমাদের ক্রিকেট ক্লাবে থেকে এক দিন অনেক জাতীয় দলের হয়ে খেলবে, এই প্রত্যাশা আমার রয়েছে।

আইজিপি বলেন,বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের খেলার গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলেই ক্রিকেট অনেক এগিয়েছে। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়,ফুটবল,কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে । পুলিশ প্রধান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান। আইজিপি চ্যাম্পিয়ন,রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইফতেখার রহমান মিঠু, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের খেলোয়াড় মো.সাইফুদ্দিন, মো. শরিফুল ইসলাম, মো. জাকের আলি, প্রমুখ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ