ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

বাঁশখালীতে স্মরনকালের স্মরনীয় মেজবানে আপ্লুত এলাকাবাসী

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ চট্টগ্রামের মেজবান। মুলতঃ মৃত ব্যক্তিদের রুহানীর উদ্দেশ্যে জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করে গরীব, দুঃস্থ অসহায় সহ সর্বস্তরের মানুষকে তৃপ্তি ভরে আপ্যায়নের মাধ্যমে এ মেজবানের আয়োজন করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হয়ে গেল স্মরনকালের স্মরনীয় বরনীয় ও প্রশংসনীয় এক মেজবান।
১৯ এপ্রিল’২৪ ইং শুক্রবার বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প ১৩২০ মেঃওঃ এস এস পাওয়ার প্ল্যান্ট লিঃ-এর প্রধান সমন্বয়ক মোঃ নাসির উদ্দিনের মামা বাঁশখালী শিল্কুপ ইউনিয়নের প্রবীন শ্রদ্ধাস্পদ আলেমে দ্বীন মরহুম হযরত মৌলানা আব্দুস সাত্তার(রহঃ)- এর জেয়াফত উপলক্ষে এ মেজবানের আয়োজন করেন তাঁর পরিবারের সদস্যরা সহ মরহুমের ভাগিনা বাঁশখালীর আপামর জনতার ভালবাসার প্রিয় মানুষ মোহাঃ নাসির উদ্দিন।
সকাল ৭ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি প্রায় অর্ধ লক্ষাধিক নারী পুরুষ সুন্দর, সুশৃংখল ও সুনিয়ন্ত্রিক এ মেজবানে অংশগ্রহন করে সর্বোচ্চ আতিথেয়তায় তৃপ্তি ভরে আপ্যায়ন করে সন্তোষ্ঠচিত্তে মহান রবের দরবারে শোকরিয়া জ্ঞাপন করে। মেজবানে শিল্কুপ, গন্ডামারা,সরল ইউনিয়ন সহ সারা বাঁশখালী ও পার্শ্ববর্তি উপজেলা সহ চট্টগ্রাম নগর থেকেও শুভাকাংখীরা অংশগ্রহন করে। মেজবানের আয়োজক কতৃপক্ষ বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানদের মেজবান স্থলে সহজে পৌঁছতে উপজেলার টাইমবাজার ও গন্ডামারা ব্রীজ সহ বিভিন্ন স্থানে প্রায় আড়াই শতাধিক সিএনজি ও অটোরিক্সা স্টিকার লাগিয়ে সারাদিনের জন্য ফ্রি সার্ভিস প্রদান করে। মেজবানে ছিলনা কোন শ্রেনী বিভাজন। গরীব, দুঃস্থ, অসহায় নারী পুরুষ সহ জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মি ও বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ এ মেজবানে অংশ গ্রহন করে এক ঐতিহাসিক মিলন মেলায় পরিনত হয়।
আয়োজক কতৃপক্ষের প্রধান এস এস পাওয়ার প্ল্যান্টের সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন নিজে ঘুরে ঘুরে মেলায় আগত মেহমানদের খোঁজ খবর নিয়ে জানান, “২০ রমজান আমার মামা মৃত্যুবরন করেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে তাঁর রেখে যাওয়া ওয়ারিশরা প্রায় প্রতিদিন বাঁশখালী ও চট্টগ্রামের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় গরীব, দুঃখী আসহায় মানুষদের খাওয়ানোর পাশাপাশি আজকে বৃহদাকারে তাঁর পরিবারের সবার সহযোগিতায় এ মেজবানের আয়োজন করা হল। মেজবানের শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় আয়োজন সুন্দর, সুশৃংখলভাবে সমাপ্ত করতে সবার আন্তরিকতা ও সহযোগিতার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেজবানে আগত মেহমানদের সন্তোষ্ঠি দেখে আমরাও খুশি এবং রবের দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি।”

শেয়ার করুনঃ