1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
যৌথ বাহিনীর অভিযান: সাতদিনে গ্রেফতার ৩২৮ গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার এর বিরুদ্ধে দুদকের মামলা কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে মাদক-চোরাচালান রুখতে বিজিবির সচেতনতা সভা:আহত ৬ জনকে আর্থিক সহায়তা নকলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার আনোয়ারা থানা পুলিশ কর্তৃক দেশি-বিদেশী অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ১

সেনাবাহিনীর সর্বনাশ হয়েছে র‌্যাবের কারণে: সম্পাদক মাহমুদুর রহমান

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

র‌্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তার মতে, র‌্যাবে সেনাবাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি ছিল একটি ‘রং কনসেপ্ট’, যা পুলিশ ও সেনাবাহিনী—দুই বাহিনীর জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ সংস্কার: প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘র‌্যাব অনেক ভালো কাজ করেছে, কিন্তু র‌্যাবে সামরিক কর্মকর্তাদের ঢোকানো ছিল একটা বড় ভুল। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাবো—এটা পুলিশের এবং সামরিক বাহিনীর উভয়ের জন্য সর্বনাশ ডেকে এনেছে।’

তিনি বলেন, ‘সামরিক বাহিনী র‌্যাবে ঢুকে করাপ্ট হয়েছে (দুর্নীতিপরায়ণ), ক্রিমিনাল হয়েছে। এর জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জের সাত খুন। সেখানে সামরিক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের চরিত্রই নষ্ট হয়ে গেছে। র‌্যাবে না এলে এসব হতো না।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকার চাইলেই পুলিশ সংস্কারের অংশ হিসেবে র‌্যাব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করতে পারে। এখনই সময় এই ভুল সিদ্ধান্ত শুধরে নেওয়ার।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক ডিআইজি ড. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি ড. এম আকবর আলী।

এতে অংশ নেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, এনসিপির জারিফ রহমান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফরিদ আহম্মেদ, ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক প্রফেসর শরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ তারিকুল ইসলাম, সাবেক সচিব এস এম জহুরুল ইসলাম, সাবেক আইজিপি আশরাফুল হুদা প্রমুখ।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com