ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পিসিএনপির খাগড়াছড়ি জেলা সম্মেলন

পাহাড় নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না
—-চেয়ারম্যান কাজী মজিবর রহমান

নুরুল আলম: পাহাড় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উপজাতি সন্ত্রাসীদের উৎপাত বেড়েছে। তারা পাহাড়কে নিয়ে একের পর এক ষড়যন্ত্র,অপহরণ,হত্যাযজ্ঞ আর মেনে নেয়া হবেনা বলে হুশিয়ারী জানান তিনি।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ স্বাধীন দেশে বসবাস করে৷ তারা পরাধীন নয়। বাঙালিরা মাথা উঁচু করে বাঁচতে পাহাড়ে আবারো রাজপথে নামবে বলে জানিয়ে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী নিয়ে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের ষড়যন্ত্র প্রতিহত করাসহ প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূণরায় স্থাপনের দাবী জানান তিনি।

দল যার যার নাগরিক পরিষদ সবার “পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে স্লোগানে শনিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন ২০২৪ এর প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য বিষারদ,সংগঠনের উপদেষ্টা ও অধ্যাপক মাহফুজুর রহমান। এর আগে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

খাগড়াছড়ি জেলা আহবায়ক অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির,স্থায়ী কমিটির সদস্য শেখ আহম্মেদ রাজু,মো. সাব্বির, সোলাইমান,আব্দুল কাইয়ুম,এড. আলম খান,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল হামিদ রানা,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন ফরাজী, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভানেত্রী সালমা আক্তার মৌ,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবীব আজম প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা-উপজেলার ১৩০ ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করবে খাগড়াছড়ি জেলা সম্মেলনে তাদের নেতৃত্ব নির্ধারন করবেন।

সম্মেলনে সভাপতি পদে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,লোকমান হোসাইন, সাধারন সম্পাদক পদে এস এম মাসুম রানা,রবিউল হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে মোকতার হোসেন,মো. জালাল হোসেন,জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শেয়ার করুনঃ