
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামে অবস্থিত মানব কল্যাণ ভোগ্য পণ্য সমবায় সমিতির উদ্যোগে দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মানব কল্যাণ ভোগ্য পণ্য সমবায় সমিতির সভাপতি হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফয়েজ উদ্দিন মন্ডল ছেলে নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে এলাকার শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের সুস্থতা কামনায়, দোয়া ও মোনাজাত করা হয়।বর্তমানে তিনি ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন মুসল্লীবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন পাত্রারাপাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ গ্রামবাসী ও মান্যগণ্য ব্যক্তিবর্গ।এ বিষয়ে নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান এই এলাকার ৮ রবের নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বর্তমান সংসদ সদস্য আ্যডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় ইন্ডিয়াতে চিকিৎসাধীন রয়েছেন।আমরা তার সুস্থতা কামনা করে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি, তার জন্য দোয়া করছি আল্লাহ তা’আলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রইস উদ্দিন।