
জামালপুরের মেলান্দহে বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার দুলাল হোসেনের স্ত্রী তাসলিমা (৫৫)ও ছেলে তাসির মিয়া (৩৫)। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তাসলিমার ভাতিজা মিনহাজ বলেন,পাশের বাড়ির হাসমত গংদের সাথে দীর্ঘদিন থেকে পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে বাড়িতে ছাগল যাওয়ায় আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আমার চাচাতো ভাই তাসির ও চাচি তাসলিমা বেগম আগায়া আসলে তাদের শরীরে বাশের লাঠি দ্বারা আঘাত করে।এতে তারা গুরতর আহত হন।
স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত হাসমত এর সাথে যোগাযোগ করলে বলেন মিনহাজের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে । তুচ্ছ ঘটনায় তাদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমাকেও তারা মেরেছে।