
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর উদ্যোগে আজ ১৬ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ১২ টায় পুলিশ লাইন্সে পুনাকের অফিসকক্ষে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ০৩(তিন) মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। উক্ত কার্যক্রমে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেতৃী জান্নাতুল ফেরদৌসর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পুলিশ নারি করলাম সমিতির খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুর সম্মানিত অতিথিবৃন্দ পুলিশ লাইন্স অভ্যান্তরে বৃক্ষ রোপন শেষে জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
শুভ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সহসভানেতৃী মিসেস নাহিদা আক্তার, চুয়াডাঙ্গা পুনাকের সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, চুয়াডাঙ্গা দামুড়হুদা সার্কেল সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গার পুনাদের কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।