
বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদত্যাগ করছেন।
পদত্যাগকারী ওই চেয়ারম্যান বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.খলিলুর রহমান খান। তিনি পরপর দুইবার হোসনাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে খলিলুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে হোসনাবাদ ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। একইসাথে ওই ইউনিয়নের পরবর্তি উপ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান—১, (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
পদত্যাগের বিষয়ে মো. খলিলুর রহমান খান বলেন,‘আমি ছোটবেলা থেকেই রাজনীতিকে মনে প্রাণে ভালোবাসি । পরপর দুইবার হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছি। বেতাগী উপজেলার জনগণের দাবির মুখে ীঈ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ ছেড়েছি।
প্রসঙ্গত, বেতাাগী উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ ২১ মে।