মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক প্রশস্তকরণসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকাগামী একটি যোগাযোগ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।”
শনিবার (৫ জুলাই) দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সঞ্চয়পত্র নিয়ে এক প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, “সঞ্চয়পত্রের মুনাফার হার অতিরিক্ত বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, এতে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেবে। তাই এ বিষয়ে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিতে হবে।”
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “খারাপ অবস্থা থেকে বের করে আনতে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। ইসলামি ব্যাংক তার একটি উদাহরণ। এ ব্যাংকে জনগণের আস্থা ফিরতে শুরু করেছে। অন্য ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে। এই আইনের প্রথম শর্তই হলো, যেসব আমানতকারী ব্যাংকে টাকা রেখেছেন, তাদের টাকা সরকার ফেরত দেবে—এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে কিছু সময় লাগতে পারে।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, “সমস্যা সমাধানে এনবিআরের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।”
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকারি ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয়করণ করা হচ্ছে। যাতে একজন উদ্যোক্তাকে ১০-১২টি দপ্তরে ছুটতে না হয়।”
এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।