কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ০১ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি জানান, কুড়িগ্রাম জেলায় নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে রাজারহাট থানা এলাকার বিএনপি কর্মী ২, লালমনিরহাটের ১, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি সহ বিএনপির ৫ জন নেতাকর্মী এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারী থানার ২ জন ও উলিপুরের ১ জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪, জামায়াত নেতাকর্মীসহ ৯ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ডিআই/এসকে