পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জনতা কলেজ মাঠে প্রানী সম্পদ প্রর্দশনী উদ্ভধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটনারী হাসপাতাল র্কতৃক আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রানী সম্পদ অধিদপ্তর ম স্য প্রানী সম্পদ মন্ত্রনালয়। প্রানী সম্পদ সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিন মাহমুদ, উপজেলা র্নিবাহী অফিসার, দুমকি। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. হারুন অর রশিদ হাওলাদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুন, ভাইস চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদ, মোসাঃ ফরিদা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদ, মোঃ আব্দুল লতিফ হাওলাদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি জনতা কলেজ, দুমকি। ডা. মোঃ আলাউদ্দীন মাসুদ, উপজেলা প্রানী সম্পদ র্কমর্কতা,অতিরিক্ত দায়িত্ব। ওসি তদন্ত, মোঃ আতাউর রহমান, দুমকি থানা,দুমকি প্রেস ক্লাবের সভাপতি, জাকির হোসেন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের র্কমর্কতা, র্কমচারী ও খামারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রর্দশনীর বিভিন্ন স্টলে সারিবদ্ধভাবে গরু, ছাগল,দুম্বা, হাস-মুরগী, পশু-পাখি প্রর্দশনীতে অংশগ্রহণ করে।তাদেরকে পুরুস্কৃত করা হয়।