
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে চলছে। অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার (১ নভেম্বর) সকাল থেকে রিকশা ও অটোরিকশা ছাড়া অন্যান্য বড় যানবাহন কম চলাচল করছে।
রাজধানীর মিরপুর, কাজীপাড়া, আগারগাঁও বেশকিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পথচারী ও রিকশা, সিএনজি চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের তেমন একটা প্রভাব লক্ষ করা যাচ্ছে না। তবে অবরোধ ঘিরে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছে না। স্বাভাবিক দিনের থেকে মানুষজনের উপস্থিতিও কম দেখা গেছে।
তবে এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কর্মব্যস্ত দিনে ছুটির দিনের মতোই দিন কাটছে বলছেন অনেকে।
সিএনজিচালক করিম বলেন, দেশের ভয়াবহ অবস্থা। কখন কি ঘটবে বলা যায় না। এতোদিন সকালেই ৫০০ টাকা ইনকাম হতো। আজ এখনো যাত্রী পাইনি। বোঝা যাচ্ছে মানুষ বের কম হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসগামী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি কারও চোখে পড়ে না। হরতালের প্রভাবে তো রাস্তায় গাড়িই নাই। অনেকের অফিস আছে, পরীক্ষা আছে।
রাসেল নামে একজন বলেন, আধাঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস নাই। আজ যাদের অফিস আছে তাদের তো বিপদে পড়তে হয়েছে।
ডিআই/এসকে