
“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল/২৪ইং) সকাল ১১.১০ মিনিটে সারা দেশে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম. পি। উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫৫, বাগমারা-৪ আসনের এম পি আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার আহসান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, ভ্যাটেনারি সার্জন ওয়াহেদুর রহমান প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কার ও সনদ দেয়া হয়েছে।